News71.com
 International
 21 Jun 17, 12:35 PM
 208           
 0
 21 Jun 17, 12:35 PM

চীনে গ্যাস বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ১২ ।

চীনে গ্যাস বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ১২ ।

আন্তর্জাতিক ডেস্ক; চীনের জিনজহু শহরে গ্যাস থেকে বিস্ফোরণের ফলে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। জানা গেছে, চীনের জিনজহু শহরে একটি জনপ্রিয় বাজারে এই দুর্ঘটনাটি ঘটেছে।চীনের সংস্থা চায়না প্লাস জানিয়েছে, রাত প্রায় সাড়ে আটটা নাগাত জিনজহু শহরের একটি বাজারে এই বিস্ফোরণটি হয়। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত সর্বমোট চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে প্রায় ১২ জন আহত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন