News71.com
 International
 21 Jun 17, 12:34 PM
 213           
 0
 21 Jun 17, 12:34 PM

ইরাকে মাইন বিস্ফোরণে দুই সাংবাদিক নিহত ।

ইরাকে মাইন বিস্ফোরণে দুই সাংবাদিক নিহত ।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের মসুল শহরে দায়িত্ব পালনকালে দুই বিদেশি সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এ দুই সাংবাদিকের মৃত্যু হয়।ফ্রান্স টেলিভিশনের প্রতিনিধি স্টিফেন ভিলেন্যুভে ও কুর্দি সাংবাদিক বখতিয়ার আদাদ ইরাকের বিশেষ বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে খবর সংগ্রহে দায়িত্বরত ছিলেন। মসুল শহর নিয়ন্ত্রণ নিতে এক অভিযানের সঙ্গে ছিলেন তারা। এতে আরো দুই জন ফরাসী সাংবাদিক আহত হন বিস্ফোরণে।

এক বিবৃতিতে টেলিভিশন কর্তৃপক্ষ ও কর্মকর্তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং নিহত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানায়। স্টিফেন ইরাকসহ আরো বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করেন ফ্রান্স টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি হয়ে। আহত আরেক সাংবাদিক স্যামুয়েল ফোরোও ফ্রান্সের দৈনিক 'লে ফিগারো'সহ অনেক ফরাসি গণমাধ্যম সংস্থার জন্য কাজ করছিলেন মসুলে।

ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের ডেথ ওয়াচের মতে, ২০১৬ সালে ইরাককে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য বিপজ্জনক জায়গা হিসেবে ঘোষণা করা হয়।২০১৬ সালের সাংবাদিকদের মোট মৃত্যুর অর্ধেকই ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধে দায়িত্ব পালন করছিল বলে এক প্রতিবেদনে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন