আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ দূর করতে আরো কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,এবার বেশি করে ড্রোন হামলা চালানো হবে পাকিস্তানে। আফগানিস্তানে একের পর এক জঙ্গি হামলার পরই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমেরিকা। পাকিস্তানের ব্যাপারে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে,সেগুলি হল- মার্কিন ড্রোন হামলা আরো বাড়ানো হবে,বেশ কিছু ক্ষেত্রে পাকিস্তানের অনুদান বন্ধ করে দেওয়া হবে। তবে এই মিশনে সাফল্যের পরেই আনুষ্ঠানিক ঘোষণা করতে চায় আমেরিকা। তার আগে মুখ বন্ধ রাখছে পেন্টাগন।
যদিও পাকিস্তানকে অনুদান দেওয়া বন্ধ করে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন আমেরিকার সেনেটের দুই সদস্য। তাদের অভিযোগ পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে। সেইজন্যই অনুদান বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে আমেরিকা থেকে যেন পাকিস্তানে অস্ত্র পাঠানো বন্ধ হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।