আন্তর্জাতিক ডেস্কঃ নজরদারির অভিযোগ এনে মেক্সিকো সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দেশটির বেশ কয়েকজন খ্যাতনামা সাংবাদিক-মানবাধিকার কর্মীরা। ফোন হ্যাক করে সাংবাদিক-মানবাধিকার কর্মীদের ওপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ আনলেও মেক্সিকো সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
একটি প্রতিবেদনের সূত্র ধরে সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন মেক্সিকোর সাংবাদিকরা। ওই প্রতিবেদনে বলা হয়,সন্ত্রাসী ও অপরাধীদের জন্য ব্যবহৃত হয় এমন একটি স্পাইওয়্যার সাংবাদিক,আইনজীবী ও মানবাধিকার কর্মীদের ক্ষেত্রে ব্যবহার করছে মেক্সিকো সরকার।