News71.com
 International
 20 Jun 17, 02:38 PM
 176           
 0
 20 Jun 17, 02:38 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর শতশত শিশুর মৃত্যু হয় গুলিতে।।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর শতশত শিশুর মৃত্যু হয় গুলিতে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে এক হাজার তিনশ'শিশুর মৃত্যু হয়। সে দেশের সরকার তৈরি এক পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-এর গবেষকরা জানিয়েছেন,প্রতি বছর পাঁচ হাজার আটশ'শিশু বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়। আগ্নেয়াস্ত্রের গুলিতে যেসব শিশু নিহত হচ্ছে তাদের মধ্যে মাত্র ছয় শতাংশ দুর্ঘটনাবশত। বাকিগুলো হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যার মতো ঘটনা।

গবেষক ক্যাথরিন ফোলার বলেন,প্রতিবছর আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশু মৃত্যুর ঘটনা একটি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিদিন ১৯জন শিশু আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা যাচ্ছে নয়তো গুরুতর আহত হচ্ছে। ২০০৭ সাল থেকে ২০১৫ সালের মধ্যে আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশু মৃত্যুর সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গবেষকরা বলেছেন,পৃথিবীর অন্য উন্নত দেশগুলোতে আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশু মৃত্যুর ঘটনা আমেরিকার তুলনায় অনেক কম। আমেরিকায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য আইন করতে বেশ কয়েকবার সরব হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হয়েছে। শিশুমৃত্যু ছাড়াও বিভিন্ন সময় আমেরিকায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় বহু মানুষ প্রাণ হারায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন