আন্তর্জাতিক ডেস্কঃ পর্তুগালে দাবানলে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ৬১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ১৩০০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় দেশটিতে গত রবিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন সেদেশের স্বরাষ্ট্র সচিব জর্জ গোমেজ। গত শনিবার পর্তুগালের রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে লেরিয়া শহর থেকে ৩৫ কিলোমিটার এবং কোইমব্রা শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে এলাকায় দাবানলে এ হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল রবিবারের সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় এক হাজার ৭০০ দমকলকর্মী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছে,সঙ্গে অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য স্পেনের দুটি জলবোমা বিমান যোগ দিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি আন্তর্জাতিক অগ্নিকাণ্ড ও ত্রাণদল এতে যোগ দিচ্ছে।
গতকাল রবিবার দাবানলের ঘটনাস্থল পরিদর্শন করেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুজা। ঘটনাস্থল পরিদর্শন শেষে জাতির উদ্দেশ্যে নিহতদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন,এখন কান্না কিংবা ব্যাথার সময় নয়,এখন হচ্ছে সংগ্রাম করার সময়। এ সময় সকল পর্তুগিজদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।