News71.com
 International
 18 Jun 17, 07:44 PM
 180           
 0
 18 Jun 17, 07:44 PM

যুক্তরাজ্যের নতুন প্রধান বাণিজ্য উপদেষ্টা হলেন ক্রাফোর্ড ফ্যালকোনার।।

যুক্তরাজ্যের নতুন প্রধান বাণিজ্য উপদেষ্টা হলেন ক্রাফোর্ড ফ্যালকোনার।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের বাণিজ্য আলোচনা-বিষয়ক প্রধান উপদেষ্টা পদে ক্রাফোর্ড ফ্যালকোনারের নাম ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। তিনি নিউজিল্যান্ডের সাবেক মন্ত্রী ছিলেন। আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবে ব্রিটেন। এমন অবস্থায় জোটসহ বাকি বিশ্বের সঙ্গে ব্রিটেনের হয়ে নতুন বাণিজ্য চুক্তি-বিষয়ক আলোচনা চালাতে সহায়তা করবেন ফ্যালকোনার। এক বিবৃতিতে ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য-বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইইউবহির্ভূত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও বাজারে প্রবেশাধিকার প্রসঙ্গে আলোচনা চালাবেন ফ্যালকোনার ও তার দল। মূলত বিশেষ কিছু ক্ষেত্র ও পণ্যের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করবেন তিনি। উল্লেখ্য,ব্রেক্সিট কার্যকরের পর যুক্তরাষ্ট্র,চীন,অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণের মাধ্যমে ‘বৈশ্বিক ব্রিটেন’ গড়ে তুলতে চান টেরিসা মে। তাই ফ্যালকোনারের নিয়োগ মে সরকারকে ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী করে তুলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন