News71.com
 International
 18 Jun 17, 05:47 PM
 189           
 0
 18 Jun 17, 05:47 PM

আফগানিস্তানে পুলিশ কার্যালয়ে আত্মঘাতী জঙ্গি হামলা,নিহত ৫।।  

আফগানিস্তানে পুলিশ কার্যালয়ে আত্মঘাতী জঙ্গি হামলা,নিহত ৫।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পরপর দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে আজ রবিবার সকালে কেঁপে উঠল আফগানিস্তানের পুলিসের সদর দপ্তর। ঘটনাটি ঘটেছে আজ রবিবার স্থানীয় সময় সকাল ৬.‌৩০ নাগাদ আফগানিস্তানের পাকটিয়া প্রদেশের গারদেজ শহরে অবস্থিত পুলিসের সদর দপ্তরে। হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে,এই বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৫ পুলিসকর্মী। আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে ২০ জন সাধারণ মানুষ।

আফগান অভ্যন্তরীণ মন্ত্রালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন,বিস্ফোরক বোঝাই গাড়ি সদর দপ্তর চত্বরে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণের ধাক্কা সামলানোর আগেই মূল গেটে আরও ৪ জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিসকর্মীর। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন