News71.com
 International
 18 Jun 17, 05:41 PM
 182           
 0
 18 Jun 17, 05:41 PM

ইতালিতে সড়কে প্রাণ গেল দুই বাংলাদেশির

ইতালিতে সড়কে প্রাণ গেল দুই বাংলাদেশির

নিউজ ডেস্কঃ ইতালিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তির নাম - আমিরুল ইসলাম (৩৭) ও রানা ( ৩০)। তাদের দু'জনের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

ইতালির ভেনেতো প্রদেশের রবিগো শহরে শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। একটি মালবোঝাই ভেনগাড়ির সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হয়। নিহত দুই বাংলাদেশি গ্রীষ্মকালীন ব্যবসা করতেন। তারা ইতালির রসলিনায় বাস করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন