আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের কাছ থেকে তোরা বোরা এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এর প্রায় দুই দিন আগে তারা স্থানটি দখল করে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল তারিক শাহ বাহরামি। আফগানিস্তানের বিখ্যাত পার্বত্য এলাকা তোরা বোরায় বেশ কিছুদিন ধরেই জঙ্গি সংগঠন আইএস প্রভাব বিস্তার করেছে। ভৌগোলিক কারণে এ এলাকার দখল নেওয়াও বেশ কঠিন ছিল আফগান বাহিনীর পক্ষে। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকাটি গুহা এবং সুড়ঙ্গে পরিপূর্ণ।
এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী জানান,পাহাড়ের গুহা ও সুড়ঙ্গগুলোতে ভয়াবহ সংঘর্ষের পর আইএসের হাত থেকে নানগারহার প্রদেশের এই গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। এ সময় প্রতিরক্ষামন্ত্রী আরো জানান,তোরা বোরায় সেনাবাহিনীর পুনরুদ্ধার অভিযানে ২২ আইএস জঙ্গি নিহত ও ১০ জন আহত হয়েছে। তবে সংঘর্ষে সেনাবাহিনীর পক্ষে সম্ভাব্য হতাহতের খবর জানাননি তিনি।