আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডে বহু মানুষ নিহত হওয়ার ঘটনায় শনিবার (১৭ জুন) ক্ষুব্ধ জনতা স্থানীয় টাউন হল ঘেরাও করেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে আয়োজিত মিছিল থেকে প্রায় ৫০-৬০ জন বিক্ষোভকারী কাউন্সিল ভবনে প্রবেশ করে বিক্ষোভ করেছেন। 'আমরা ন্যায় বিচার চাই' এই শ্লোগান দিতে দিতে তারা এক পর্যায়ে 'কেনসিংটন এন্ড চেলসী' টাউন হলের ভেতর ঢুকে পড়েন। পুলিশ একজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে কাউন্সিল কর্তৃপক্ষ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের সরকারের তীব্র সমালোচনা চলছে। কারণ তারা ঘটনার গুরুত্ব অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু এবং আরো ৭০ জন নিখোঁজ থাকার ঘটনায় সেখানে তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে। কর্তৃপক্ষ তাদের কোন তথ্য দিয়েই সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।
অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শুক্রবার (১৬ জুন) ঘটনাস্থলে গেলেও ঘটনার শিকার হওয়া ব্যক্তি বা তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করায় তীব্র সমালোচনার মুখে পড়েন। প্রধানমন্ত্রী শনিবার (১৭ জুন) একটি হাসপাতালে অগ্নিকান্ডে আহতদের দেখতে যান। সাংবাদিকরা কেনসিংটন এলাকার পরিস্থিতিকে 'অগ্নিগর্ভ' বলে বর্ণনা করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে লন্ডনের মেয়র সাদিক খানও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের ক্ষোভ এবং প্রশ্নের মুখে পড়েছিলেন। লন্ডনের একটি ২৪ তলা ভবনে কিভাবে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এত মানুষের মৃত্যু ঘটতে পারে তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে।