News71.com
 International
 17 Jun 17, 11:56 AM
 269           
 0
 17 Jun 17, 11:56 AM

পাকিস্তানের সবচেয়ে ধনী রাজনীতিবিদ নওয়াজ শরিফ, সামান্য পিছিয়ে ইমরান খান

পাকিস্তানের সবচেয়ে ধনী রাজনীতিবিদ নওয়াজ শরিফ, সামান্য পিছিয়ে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্টের সদস্যদের মধ্যে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৬ সালে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ১০০.৪ কোটি টাকারও বেশি। তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান খুব একটা পিছিয়ে নেই। তাঁর ঘোষিত সম্পদ ভারতীয় মুদ্রায় ৮৬.৮ কোটি টাকারও বেশি। পাকিস্তানের নির্বাচন কমিশন পার্লামেন্টের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেব দিয়েছে। তাতেই শরিফ, ইমরানদের সম্পদের পরিমাণ জানা গিয়েছে।

পাক নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, লাহৌরের কাছে শরিফের সম্পত্তির মূল্য ২৪.৮ লক্ষ টাকা। লাহৌরে তাঁর সম্পত্তি রয়েছে ১৫.৫ লক্ষ টাকার। এছাড়া ৪৩.৪ লক্ষ নগদ টাকা এবং ৩১ লক্ষ টাকা মূল্যের পশু-পাখি আছে। পাক প্রধানমন্ত্রীর স্ত্রী কুলসুম নওয়াজের গয়নার মূল্য ৯.৩ লক্ষ টাকা। তাঁদের পুত্র হুসেন নওয়াজের সম্পত্তি ১৪.৫ কোটি টাকার। বিদেশে ইমরানের সম্পত্তি আছে কি না, সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। তবে ইসলামাবাদে তাঁর সম্পত্তির পরিমাণ ৪৬.৫ কোটি টাকার। এছাড়া লাহৌর সহ বিভিন্ন জায়গায় বাড়ি রয়েছে। তিন কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করেছেন ইমরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন