আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সন্ত্রাস দমন কেবল কাগজে কলমে। আন্তর্জাতিক মঞ্চে এমনই অভিযোগ আনতে চলেছে ভারত। এমনকি একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে আছে তারও প্রমাণ দিতে চলেছে ভারত। ১৮ জুন শুরু হতে চলেছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। সেখানে উপস্থিত থাকবে জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আইএমএফ সহ ১৯৮টি দেশের প্রতিতিনধিরা। আলোচনা হবে জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্য নিয়ে। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে এই অভিযোগ আনতে চলেছে ভারত।
কে আগে থেকেই পাকিস্তানকে নিয়ে অভিযোগ জানানো হয়েছে। জেইউডি নেতা হাফিজ সইদের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ যে শুধুমাত্র কাগজে কলমে তার রিপোর্ট ইতোমধ্যেই করা হয়েছে সেখানে। পাকিস্তান যে জঙ্গি দমনের নামে প্রতারণা করছে তা ভালকরে বুঝিয়ে দিতে প্রস্তুত ভারত। সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে হাফিজ সৈইদ, আবদুল রহমান মাক্কির মত জঙ্গি প্রধানেরা।