News71.com
 International
 17 Jun 17, 11:34 AM
 213           
 0
 17 Jun 17, 11:34 AM

এবার বাজারে পাওয়া যাবে 'অদৃশ্য' জুতা

এবার বাজারে পাওয়া যাবে 'অদৃশ্য' জুতা

আন্তর্জাতিক ডেস্কঃ মনে করুন একদিন রাস্তায় বেরিয়ে দেখলেন, আপনি ছাড়া আর সকলে খালি পায়ে পথ চলছে। কেবলমাত্র আপনার পায়েই জুতা। দৃশ্যটা কল্পনা করেই নিশ্চয়ই অবাক লাগছে। কিন্তু অবাক লাগলেও এমন ঘটনা ঘটতেই পারে। আর যদি ঘটে, তার নেপথ্যে থাকবে ‘নেকফিট’ নামের এক সংস্থা।সম্প্রতি অবাক করা এক ধরনের জুতা বাজারে এনে সবাইকে হতবাক করে দিয়েছে নেকফিট। যে জুতা বাজারে এনেছে তারা, তা পরলেও দেখা যাবে না।


দেখে মনে হবে খালি পায়ে হাঁটছেন। আরও মজার ব্যাপার হল, এটা পরে চলার সময়ে উত্তপ্ত বালি হোক কিংবা ধুলোময় রাস্তা, কোনও কিছুই পায়ের নীচে অনুভূত হবে না। কারণ বিশেষ পদ্ধতিতে এই জুতা বানিয়েছে ‘নেকফিট’। জুতোটির নাম দেওয়া হয়েছে ‘স্টিক অন সোলস’।কেমন। দেখতে একেবারে জুতোর সোলের মতো। কালো, গোলাপী, নীল যেমনটাই চাই, মনপসন্দ রঙও পেয়ে যাবেন। এই সোলগুলি নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এগুলো কাটপ্রুফও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন