আন্তর্জাতিক ডেস্ক : জাপানের টোকিও উপসাগরের দক্ষিণে শনিবার (১৭ জুন) ভোরে একটি মার্কিন নেভি ডেসট্রয়ারের সঙ্গে ফিলিপাইনের একটি কার্গো জাহাজের সংঘর্ষ ঘটেছে। মার্কিন নেভির তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন ক্রু নিখোঁজ রয়েছে এবং কমপক্ষে তিনজন আহত হয়েছে। জাপান কোস্টগার্ড বলেছে, মার্কিন জাহাজটি ক্ষতিগ্রস্থ হলেও ডুবে যাবার কোনো সম্ভাবনা নেই। অপরদিকে কার্গো জাহাজটি নিজ ক্ষমতায় এগিয়ে যেতে সক্ষম। এদিকে মার্কিন নেভি এক বিবৃতিতে জানিয়েছে শনিবার খুব ভোরে ইয়োকোসুকা বন্দরের ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ইউএসএস ফিৎজারল্ড বাণিজ্য জাহাজের সংগে ধাক্কা খায়। ব্যস্ততম এই জলপথে এ ধরনের সংঘর্ষের ঘটনা বিরল।
মার্কিন নেভি আরো জানিয়েছে, ডেসট্রয়ারের আহত তিনজন সেনাকে আকাশপথে ইয়োকোসুকার হাসপাতালে নেয়া হয়েছে। ফিৎজারল্ড এবং জাপানের কোস্টগার্ড নিখোঁজ নাবিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মার্কিন রণতরীটির স্টারবোর্ডের পাশে পানির উপরে এবং নীচে ক্ষতিগ্রস্থ হয়েছে। মার্কিন সপ্তম রণতরীর একজন মুখপাত্র বলেছে ফিৎজারল্ড ইয়োকোসুকাতে ফেরত যাচ্ছে। তবে মার্কিন রণতরীর সঙ্গে কার্গো জাহাজের সংঘর্ষের কারণ এখনও পরিষ্কার নয়।