News71.com
 International
 16 Jun 17, 06:47 PM
 196           
 0
 16 Jun 17, 06:47 PM

নিজেদের রক্ষায় মোসুলে বিশাল মানব ঢাল তৈরি করেছে আইএস

নিজেদের রক্ষায় মোসুলে বিশাল মানব ঢাল তৈরি করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার দাবি মতে আইএস খলিফা বাগদাদির মৃত্যু সংবাদ ঘিরে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বাগদাদির মূল ঘাঁটি ইরাকের মোসুল শহর থেকে এসেছে চাঞ্চল্যকর এক সংবাদ। জানা গেছে, নিজেদের বাঁচাতে অন্তত এক লক্ষ মানুষের বিশাল মানব ঢাল তৈরি করেছে ইসলামিক স্টেট। জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে।এএফপি জানাচ্ছে, সেনাদের অগ্রগতি রুখতে আইএস তাদের বৃহত্তর মানব ঢাল পরিকল্পনার প্রয়োগ করতে শুরু করেছে আইএস। পরিস্থিতি আঁচ করতে পেরে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইসলামিক স্টেট।

মোসুলকে সম্পূর্ণ নিজেদের দখলে আনতে মরিয়া অভিযান নেমেছে ইরাকি-কুর্দিস সেনা। তাদের সমর্থন করছে মার্কিন বাহিনী। মোসুলের একটি বড় অংশ আইএস কবল মুক্ত করা সম্ভব হয়েছে। আইএস বিরোধী অভিযান পূর্ব মোসুলে সফল হলেও পশ্চিম অংশে চলছে তীব্র লড়াই।মোসুলকে ঘিরে নিয়ে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে ইরাকি সেনা। আইএস অধিকৃত এলাকায় অন্তত দু লক্ষ মানুষ আটকে পড়ছেন। ফলে সংঘর্ষ শুরু হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা থাকছে।অপরদিকে রাশিয়ার তরফে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যু সংবাদ নিয়েও ধোঁয়াশা। কারণ আগেও অনেকবার তার মৃত্যুর সংবাদ এসেছে। পরে সেই সংবাদ ভুল বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন