News71.com
 International
 16 Jun 17, 06:18 PM
 191           
 0
 16 Jun 17, 06:18 PM

প্রযুক্তি ও মানবতার ভারসাম্য রাখতে হবে: টিম কুক

প্রযুক্তি ও মানবতার ভারসাম্য রাখতে হবে: টিম কুক

আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক প্রযুক্তি ও মানবতার মধ্যে ভারসাম্য রক্ষা করার কথা বলেছেন। ৯ জুন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট আব টেকনোলজির (এমআইটি) স্নাতকদের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেন তিনি।শিক্ষার্থীদের সতর্ক করে অ্যাপলের প্রধান নির্বাহী বলেন, মানুষের মূল্যবোধ হারানো চলবে না।

প্রযুক্তির মধ্যে মানুষের মূল্যবোধ যুক্ত করতে হবে।টিম কুক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটারকে মানুষের মতো ভাবার সক্ষমতা দিচ্ছে। এ নিয়ে আমার উদ্বেগ নেই। আমার দুশ্চিন্তা হচ্ছে, মানুষের কম্পিউটারের মতো চিন্তা করার বিষয়টি। মানুষের মধ্যে মূল্যবোধ বা সমবেদনা না থাকার বিষয়টি। মানুষের মধ্যে কম্পিউটারের মতো পরিণাম বুঝতে না পারার বিষয়টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন