News71.com
 International
 16 Jun 17, 05:02 PM
 217           
 0
 16 Jun 17, 05:02 PM

ভারতের মুম্বাই হামলায় জড়িত আরও ছয় অভিযুক্ত দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত

ভারতের মুম্বাই হামলায় জড়িত আরও ছয় অভিযুক্ত দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত

আন্তর্জাতিক ডেস্কঃ ২৪ বছর আগে পরপর ১২টি বিস্ফোরণে কেঁপে ওঠেছিল ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। সেই সন্ত্রাসী হামলায় ২৫৭ জন মানুষ নিহত ও ৭১৩ জন আহত হয়।আজ শুক্রবার ১৯৯৩ সালের সেই সিরিজ বোমা হামলার জন্য দ্বিতীয় দফায় অভিযুক্ত সাত জনের ছয়জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ভারতের বিশেষ আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার। ১৯৯৩ সালের মুম্বাই হামলার ঘটনায় ২০০৬ সালে চলা মূল বিচারের সময় ১২৩ অভিযুক্তের মধ্যে ১০০ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। শুক্রবার গোবিন্দ এ সানাপের আদালতে দোষী সাব্যস্ত হওয়া অভিযুক্তদের মধ্যে আবু সালেম ও মোস্তফা দোসা নামের দুই ব্যক্তি রয়েছেন। শাস্তির পরিমাণ নির্ধারণ বিষয়ে যুক্তিতর্কের সময় নির্ধারণের জন্য আগামী ১৯ জুন শুনানির দিন ধার্য করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন