আন্তর্জাতিক ডেস্ক; প্রিয় পোষা সিংহীটিকে নিয়ে ঘুরতে বেরিয়ে মামলা খেলেন এক ব্যক্তি। সাকলায়েন জাবেদ নামের পাকিস্তানি এই ব্যক্তি তাঁর গাড়ির (জিপ) পেছনে সিংহীকে বসিয়ে করাচি শহরের ব্যস্ত রাস্তায় বের হন। ব্যাপক যানজটের কারণে বেশ কয়েকবারই থামতে হয় জিপটিকে। এ সময় এই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন চমকে ওঠেন। জনভোগান্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা ঠোকা হয়।