আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় এক পুলিশ সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। আজ শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা এ হামলার শিকার হন।পুলিশের এক কর্মকর্তা সিনহুয়াকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিরা শ্রীনগরের হাইদারপড়া এলাকায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।উল্লেখ্য, শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ হামলার ঘটনা ঘটে।