আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ১৭ জন নিহতের ঘটনায় পরিপূর্ণ জন তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। শুক্রবার বিবিসি অনলাইন এ খবর জানায় তেরেসা মে বলেন, কেন সেই অগ্নিকাণ্ড খুব দ্রুত ছড়িয়ে পড়লো জনগণ তার প্রত্যাশিত জবাব চায়।দেশটির ফায়ার সার্ভিস প্রধান ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে আর কারো অস্তিত্ব গ্রেনফেল টাওয়ারে পাওয়া যাবে না বলেও জানান তিনি।
এদিকে লন্ডনের আগুন বিষয়ক কমিশনার ডেনি কোটন জানান, সেখানে কতজন এখনো নিখোঁজ রয়েছেন প্রকৃতপক্ষে সেই ধারণা তার কাছে নেই। এখনো যদি ওই টাওয়ারে কাউকে জীবিত পাওয়া যায়, তবে সেটা হবে অলৌকিক। ভবনটি এখনো ঝুঁকিপূর্ণ, গোটা ভবনে সঠিক অনুসন্ধান চালাতে সপ্তাহ খানেক সময় লেগে যাবে।এর আগে বৃহস্পতিবার লেবার পার্টির সংসদ সদস্য ডেভিড লামমি অগ্নিকাণ্ডের ঘটনাকে 'করপোডেট হত্যাকাণ্ড' বলে অভিহিত ওই ঘটনার সঙ্গে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া একটার দিকে পশ্চিম লন্ডনের নটিংহিলের কাছে লাটিমার রোডের ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিনই প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য মতে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭ জনে।প্রসঙ্গত, গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ওই টাওয়ারে বসবাসকারী বাংলাদেশের মৌলভী বাজারের একই পরিবারের পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।