আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদে বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় আট জন।বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, দুইজন সন্দেহভাজন হামলাকারী কাবুল শহরের আল জাহার মসজিদে প্রবেশে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
খবরে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক লোক এবং এক পুলিশ কর্মকর্তা। আর আহতদের মধ্যে চারজন বেসামরিক লোক আর বাকি চারজন পুলিশ সদস্য।বোমা বিস্ফোরণের পূর্বে হামলাকারীরা মসজিদের রান্না ঘরে অবস্থান নেয় বলে জানা যায়। তবে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।