News71.com
 International
 15 Jun 17, 07:30 PM
 218           
 0
 15 Jun 17, 07:30 PM

প্রতিবাদের নামে যারা গরুর মাংস খাচ্ছে, তাদের ফাঁসি দেওয়া উচিত ।। বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সন্ন্যাসিনী সরস্বতী  

প্রতিবাদের নামে যারা গরুর মাংস খাচ্ছে, তাদের ফাঁসি দেওয়া উচিত ।। বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সন্ন্যাসিনী সরস্বতী   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সন্ন্যাসিনী সরস্বতী বলেছেন, কেবল মাত্র প্রতিবাদ করার তাগিদে যারা প্রকাশ্যে গরুর মাংস খাচ্ছেন, তাদের প্রকাশ্যেই ফাঁসি দেওয়া উচিত। তাহলে তারা বুঝবেন গরুকে রক্ষা করা আমাদের দায়িত্ব।ভারতের গোয়ার রাজধানী পানাজিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।সন্ন্যাসিনী সরস্বতী বলেন, সংবিধান নয়, সাধুদের পরামর্শেই দেশ চালানো উচিত। খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের হয় নিজ নিজ বাড়ি ফিরে যাওয়া উচিত, নয়তো সেভাবে এ দেশে থাকতে হবে যেভাবে অন্যান্য দেশে হিন্দুরা থাকেন। হিন্দুদের অস্ত্র ব্যবহারের অনুমতিও থাকা প্রয়োজন। যে সমস্ত হিন্দুরা প্রায়ই অত্যাচারিত হন, তারা নিজেদের ধর্মের রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতেই পারেন।নিজের এই ধরনের কট্টরপন্থী মন্তব্যের জন্য এর আগেও সমালোচিত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেত্রী। বেশ কয়েকবার দলের পক্ষ থেকে শাস্তির হুমকিও পেয়েছেন তিনি। কিন্তু বরাবরই নিজের মনোভাবে অনড় থেকেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন