News71.com
 International
 15 Jun 17, 06:50 PM
 189           
 0
 15 Jun 17, 06:50 PM

কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডানা শেল স্মিথ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কাতারের সঙ্গে সৌদিসহ ৭টি আরব রাষ্ট্রের কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্কচ্ছেদ করার প্রেক্ষাপটে ডানা পদ্ত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন।এক টুইটার বার্তায় স্মিথ বলেছেন, “চলতি মাসে আমি কাতারে রাষ্ট্রদূত হিসেবে তিন বছরের কর্মজীবনের অবসান ঘটাব। কাতারে রাষ্ট্রদূত হিসেবে কাজ করা ছিল আমার জন্য বিরাট সম্মানের বিষয় এবং দেশটিকে খুব মিস করব। কেন তিনি পদত্যাগ করছেন, কে তার স্থলাভিষিক্ত হবেন এবং স্মিথ আদৌ কূটনৈতিক পেশায় থাকবেন কিনা- এসবের কিছুই স্মিথ তার টুইটার বার্তায় পরিষ্কার করেন নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন