News71.com
 International
 15 Jun 17, 06:36 PM
 181           
 0
 15 Jun 17, 06:36 PM

কলম্বিয়ায় তিন পুরুষের বিয়েকে বৈধ ঘোষণা।।  

কলম্বিয়ায় তিন পুরুষের বিয়েকে বৈধ ঘোষণা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ দুই জন সম লিঙ্গের মানুষের মধ্যে প্রেমকে সমকামিতা বলে। সমকামীদের পরিবার গড়ার উদাহরণও আছে প্রচুর। বিশ্বের অনেক দেশেই সমকামিতা বৈধ। এবার দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া অসমকামিতাকেও বৈধ বলে ঘোষণা দিয়েছে। অর্থাৎ এখন থেকে সমলিঙ্গের তিনজন মানুষ সম্পর্ক তৈরি ও পরিবার গড়তে পারবেন। সম্প্রতি কলম্বিয়ার ভিক্টর হুগো প্রদা,জন আলাজান্দ্রো ও ম্যানুয়েল বার্মুডেজ নাম তিন ব্যক্তি অসমকামী পরিবার গড়ার আইনি সম্মতি পেয়েছেন।

রিনকন পারফেট্টি নামক জার্মান আইনজীবী জানান,কলম্বিয়ায় অনেক মানুষই আছেন যারা ত্রিকোণ সমকামিতার সম্পর্কে রয়েছেন। কিন্তু ভিক্টর হুগো প্রদা,জন আলাজান্দ্রো ও ম্যানুয়েল বার্মুডেজই প্রথম যারা ত্রিকোণ সমকামিতায় আইনগত সম্মতি পেয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা,ব্রাজিল ও উরুগুয়ের মতো কলম্বিয়াতে আগে থেকেই সমকামিতা বৈধ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন