আন্তর্জাতিক ডেস্কঃ চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ফোর্ড ও টেসলার পর এবার নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে জাপানের হোন্ডা মোটর করপোরেশন। সম্প্রতি এক মিডিয়া ইভেন্টে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ব্যাপারে ২০২৫ সালকে লক্ষ্য ধরে তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছে।এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে,২০২৫ সালের মধ্যে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামাবে তারা। স্বয়ংক্রিয় গাড়ি তৈরির লক্ষ্যে হোন্ডার প্রথম পদক্ষেপ হচ্ছে ধাপ-৩ পূর্ণ করা। গাড়ি স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক কিছু কাজ করতে পারাটাই হলো ধাপ-৩। মূলত শহরের রাস্তায় গাড়ি চালাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অবশ্যই একজন চালকের সাহায্য দরকার হবে। আর শেষ অংশ হলো ধাপ-৪। যেখানে একটি গাড়ি প্রায় প্রতিটি নিয়ন্ত্রণ নিজের আয়ত্তে রাখতে পারবে। যদিও এই ধাপকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বলা যায় না। কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া বা খুব বাজে রাস্তায় একজন মানুষকে অবশ্যই গাড়ির নিয়ন্ত্রণ নিতে হবে। উল্লেখ্য,হোন্ডার প্রায় চার বছর আগেই ফোর্ড ২০২১ সালের মধ্যে ধাপ-৪-এর স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অপরদিকে,২০১৭ সালের শেষের দিকে ধাপ-৫ এর নমুনা প্রযুক্তি দেখাবে বলে জানিয়েছে টেসলা।