News71.com
 International
 14 Jun 17, 11:16 PM
 204           
 0
 14 Jun 17, 11:16 PM

মালয়েশিয়ার সমুদ্রসীমায় ইন্দোনেশিয়ার কার্গো জাহাজ ডুবি, দুই নাবিক নিখোঁজ।।

মালয়েশিয়ার সমুদ্রসীমায় ইন্দোনেশিয়ার কার্গো জাহাজ ডুবি, দুই নাবিক নিখোঁজ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার একটি কার্গো জাহাজ ব্যস্ত মালাক্কা প্রণালীতে আজ বুধবার ভোরে ডুবে গেছে। এতে জাহাজের দুই নাবিক নিখোঁজ রয়েছে বলে মালয়েশিয়ার উপকূলবাসীর উদ্ধৃতি দিয়ে কর্তৃপক্ষ সুত্রকে জানায়। ওই দুই নাবিক হচ্ছেন জাহাজের ক্যাপ্টেন ও কুক। বাকি ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

১৫ ক্রুসহ জাহাজটি মালাক্কার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেপ কেলিং-এর অদূরে ডুবে যায়। উল্লেখ্য,মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝামাঝি অবস্থিত। এটা পৃথিবীর ব্যস্ততম জাহাজ চলাচলের রুটগুলোর মধ্যে একটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন