News71.com
 International
 14 Jun 17, 09:47 PM
 178           
 0
 14 Jun 17, 09:47 PM

৭০০,০০০ বছরের প্রাচীন হাতির জীবাশ্মের সন্ধান

৭০০,০০০ বছরের প্রাচীন হাতির জীবাশ্মের সন্ধান

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভার একটি গ্রামে প্রায় ৭০০,০০০ বছরের প্রাচীন বামন হাতির (Stegodon) জীবাশ্ম পাওয়া গেছে বলে বুধবার দেশটির একটি সুরক্ষা সংস্থা জানিয়েছে। সানগিরা এনসেন্ট হিউম্যান সাইট কনজারভেশন এজেন্সি (Sangiran Ancient Human Site Conservation Agency) মনে করছে, এটি তাদের একটি অসাধারণ আবিষ্কার। যেহেতু হাতির (Stegodon) জীবাশ্মটি সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যায়।

'এটি একটি বিষ্ময়কর আবিষ্কার। আমরা মনে করি, এই জীবাশ্মটি একটি বামন হাতির (Stegodon) এবং আমরা এটি নিয়ে আরো গবেষণা করছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, জীবাশ্মটি অক্ষত রয়েছে। যা মাটি খনন করে বের করা হয়েছে। 'এই কথা বলেছেন বিপিএসএমপি সংস্থা 'র(BPSMP)
ঐতিহাসিকভাবে ইন্দোনেশিয়ায় তিন প্রজাতির প্রাচীন হাতির আবাসস্থল ছিল। যার মধ্যে মস্তোদন ( Mastodon ) নামের প্রজাতি প্রায় ১.৫ মিলিয়ন বছর আগে জীবিত ছিল। আর স্টিগোডন (Stegodon) প্রজাতির হাতি ১.২ মিলিয়ন বছর আগের। এবং এলিফাস (Elephas) প্রজাতি প্রায় ৮০০,০০০ বছর আগে জীবিত ছিল বলে জানান সংস্থাটির প্রধান সুক্রোনিদি (Sukronedi)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন