News71.com
 International
 14 Jun 17, 09:42 PM
 189           
 0
 14 Jun 17, 09:42 PM

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে বন্যায় ১২ জনের প্রাণহানি।।  

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে বন্যায় ১২ জনের প্রাণহানি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম ও আসামে গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিনিয়র এক কর্মকর্তা এ কথা জানান। গত সোমবার রাত থেকে উভয় রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন,বন্যায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের ৩৫০টি বাড়ি ভেসে গেছে এবং রাজ্যের লংগ্লেই জেলার তাবাংয়ে ১০ জন মারা গেছে। আরো ১০ জনের মতো নিখোঁজ হয়েছে।

এদিকে আসামের রাজধানী গৌহাটিতে ভারী বর্ষণ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা যায়। এদের একজন স্কুল শিশু ও অপরজন রিকশাচালক। গৌহাটির ডেপুটি কমিশনার এম. আঙ্গামুতু গণমাধ্যমকে বলেন,নগরীর বন্যাকবলিত জু রোড এলাকায় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের ৪ লাখ রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন,নগরীর একটি বড় অংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় টিভি চ্যানেল জানিয়েছে,ভূমিধসে ন্যাশনাল হাইওয়ে ৫৪ এর বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে। এই সড়কটি দিয়েই দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন