আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে লাটিমার রোডের গ্রেনফেল টাওয়ার'নামের বহুতল ভবনে ভয়াবহ আগুনে ৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ৬৪ জন। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। এদিকে,দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। একই সঙ্গে তিনি জরুরি এক সভারও আহ্বান করেছেন।
সুত্র জানায়, আজ বুধবার সকালে ২৪তলা ওই ভবনে ভয়াবহ আগুন লাগে। তাদের মতে,১২০টি ফ্ল্যাটের ওই ভবনে প্রায় ৬০০ মানুষ ছিল। দুর্ঘটনার পর আহত ৭৪ জন লন্ডনের ৬টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজন। স্থানীয় সময় সাড়ে ১১টায় মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন,আমি ৬ জনের মৃত্যু নিশ্চিত করতে পারি,তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।