News71.com
 International
 14 Jun 17, 04:04 PM
 197           
 0
 14 Jun 17, 04:04 PM

১৫ বছরের দণ্ডপ্রাপ্ত মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিল উত্তর কোরিয়া।।  

১৫ বছরের দণ্ডপ্রাপ্ত মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিল উত্তর কোরিয়া।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ১৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। তার নাম ওটো ওয়ার্মবিয়ার,সে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে তার বাবার দাবি,গত একবছর ধরে সে ‘কোমায়’ রয়েছে। গতকাল মঙ্গলবার ওই ২২ বছরের তরুণকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের ওহাইও বিমানবন্দরে পৌঁছায়। এসময় সংবাদমাধ্যমকে তার পরিবার জানায়, ২০১৬ সালের মার্চে বিচার শুরু হওয়ার পর থেকেই তাদের সন্তান কোমায়’ রয়েছে।

জানা গেছে,২০১৬ সালের গোঁড়ার দিকে উত্তর কোরিয়ার একটি রাজনৈতিক ব্যানার চুরির চেষ্টার অভিযোগে ওটো ওয়ার্মবিয়ারকে আটক করা হয়। পরে অবশ্য এ ঘটনায় তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান। একই বছরের মার্চে উত্তর কোরিয়ার একটি আদালত রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ওয়ার্মবিয়ারকে দোষী সাব্যস্ত করেন। তার বিরুদ্ধে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। ওহাইওতে নামার পর ওটোকে একটি অ্যাম্বুলেন্সে করে সিনসিনাটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন