
আন্তর্জাতিক ডেস্কঃ আইএস বিরোধী অভিযানে এবার ফিলিপাইনে অংশ নিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মারাওয়াই শহরে এই লড়াইয়ে ইতোমধ্যে ১৩ মেরিন সেনা মারা গেছেন। আইএস মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের কারিগরী সহায়তা প্রদান করছে,এ বিষয়টি স্বীকার করেছে ফিলিপাইনের সামরিক বাহিনী। তবে তারা সরাসরি যুদ্ধ করছে,এমন খবর অস্বীকার করে তারা। ফিলিপাইনের সামরিক বাহিনীর দাবি,গত তিন সপ্তাহ ধরে তার একসঙ্গে কাজ করলেও প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেয়নি। সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জো-আর হেরারা এক সংবাদ সম্মেলনে বলেন,তারা যুদ্ধ করছেন না। তারা শুধুমাত্র কারিগরী সহায়তা দিচ্ছেন। ফিলিপাইনের মার্কিন দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিপাইন সরকারের অনুরোধে এই কাজটি করা হয়েছে জানালেও বিস্তারিত কিছু জানানো হয়নি।