আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় নূতন করে সরকারবিরোধীদের উপরে দমন-নিপীড়ন শুরু। গত সোমবার ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিক্ষোভ প্রদর্শনের চেষ্টাকালে সারা দেশ হইতে প্রায় দুই সহস্র মানুষকে আটক করা হয়েছে। কোনো কোনো বিশ্লেষক মনে করিতেছেন যে, আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পুতিনের পথ প্রশস্ত করার লক্ষ্যেই এই দমন পিডন চলছে বলে অভিযোগ । উল্লেখ্য গত কিছুদিনের মতো এইবারের হামলাটিও করা হয়েছে অ্যালেক্সাই নাভালনির অ্যান্টি-করাপশন ফাউন্ডেশনের উপরে। এইদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী বিক্ষোভ-সমাবেশের চেষ্টাকালে মস্কো, সেন্ট পিটার্সবার্গসহ দেশের নানা স্থানে গ্রেফতার অভিযান চালানো হয়। মস্কোতে নাভালনিকে গ্রেফতার ও একমাসের কারাদণ্ড দেওয়া হয়। অনুমতিবিহীন সমাবেশের চেষ্টার দায়ে এই সাজার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
নাভালনির লক্ষ্য হচ্ছে রুশ সরকারের উচ্চপর্যায়ের দুর্নীতির অনুসন্ধান ও সেইতথ্য ফাঁস করে দেওয়া। গত মার্চেই প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের বিরুদ্ধে দুর্নীতি-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তোলপাড় করতে সক্ষম হয়েছেন রাশিয়ার সরকার বিরোধীনেতা নাভালনি। জনপ্রিয়তায় এখন অবধি পুতিনের ধারেকাছে না থাকলেও, বিপদের গন্ধ পেয়ে চলতি বছরের শুরুর দিক থেকে তার উপরে চড়াও হতে শুরু করেছে সরকারি বাহিনী। গত মার্চে সরকার বিরোধী এক সমাবেশকালে নাভালনির চোখে বিষাক্ত রঙ ছুড়ে তাকে কিছুদিনের জন্য অন্ধ করে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। অবস্থা এখন এমন পর্যায়ে গিয়াছে যে হামলা, গ্রেফতার কিংবা প্রকাশ্যে অপমানিত হওয়ার ঝুঁকি ব্যতীত ঘরের বাহিরে যেতে পারছেন না নাভালনি।
বর্তমানে রাশিয়ায় বলতে গেলে সরকারবিরোধী কোনো শক্তির আর সামনে আসার তেমন কোনো উপায় অবশিষ্ট নাই। শক্তিশালী রাশিয়ার জাতীয়তাবাদী ধুঁয়া তুলিয়া জনসমর্থনের দিক থেকেও প্রেসিডেন্ট অগ্রগামী। পুতিন তাঁহার ক্ষমতাকে বিশ্বপর্যায়েও বিস্তৃত করতেও সক্ষম হয়েছেন । সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষমতাবান নেতা হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন । এমতাবস্থায় নাভালনির মতো একজন ব্যক্তির উত্থান মানতে পারছেন না প্রেসিডেন্ট পুতিন । তিনি বিশাল থেকে বিশালতর হচ্ছেন ক্রমাগত। এইদিকে, পুতিনের সর্বগ্রাসী ছায়াতে ক্রমশ ঢেকে যাচ্ছে রাশিয়া তথা রাশিয়ার গণতন্ত্র। নাভালনির উপরে টানা-হামলা তারই প্রমাণ।