
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের পশ্চিমাংশে একটি ২৪তলা আবাসিক ভবন আগুনে জ্বলছে। সুত্র জানিয়েছে,পশ্চিম লন্ডনের নটিংহিলের কাছে লাটিমার রোডে ২৪তলা গ্রেনফেল টাওয়ারে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় ২০০ ফায়ার ফাইটার সেখানে আগুন নেভাতে কাজ করছেন এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে লন্ডন মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।