News71.com
 International
 13 Jun 17, 07:34 PM
 212           
 0
 13 Jun 17, 07:34 PM

জার্মানিতে নারী পুলিশ কর্মকর্তাসহ গুলিবিদ্ধ ৪।।

জার্মানিতে নারী পুলিশ কর্মকর্তাসহ গুলিবিদ্ধ ৪।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির মিউনিখে এক নারী পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে,ওই নারী পুলিশ অফিসারের বন্দুক কেড়ে নিয়ে তাঁকেই গুলি করে এক ব্যক্তি। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিন পথচারীও এমনটাই জানায় কর্তৃপক্ষ। সুত্র জানিয়েছে,আহতের সংখ্যা আরো বেশি। মিউনিখের রেলওয়ে স্টেশনে আজ মঙ্গলবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশের মুখপাত্র মারকাস দ্য গ্লোরিয়া মার্টিনস সাংবাদিকদের বলেন,যে পুলিশ অফিসারকে গুলি করা হয়েছে তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকি তিন জনের অবস্থা কিছুটা ভাল। ওইখানে একজন সন্দেহভাজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁকে চিহ্নিত করা হয়েছে।

তবে পুলিশ কর্মকর্তারা এই ঘটনার পিছনে সন্ত্রাসী হামলার কোনও সংযোগ নেই বলে উল্লেখ করেছেন। এমনকি রাজনৈতিক,ধর্মীয় কারণও আছে বলে তাঁরা মনে করছেন না। তাঁদের প্রাথমিক তদন্তে ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৬ সালের জুলাই মাসেও মিউনিখের শপিং মলে ৯ জনকে গুলি করে হত্যা করে এক ১৮ বছরের তরুণ। চলতি বছরের মার্চ মাসেও ডুসেলডর্ফের রেল স্টেশনে কুঠার নিয়ে এক ব্যক্তি আক্রমণ করলে ৯ জন রক্তাক্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন