News71.com
 International
 13 Jun 17, 03:53 PM
 225           
 0
 13 Jun 17, 03:53 PM

কোমির পর রবার্ট মুয়েলারকেও বরখাস্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?  

কোমির পর রবার্ট মুয়েলারকেও বরখাস্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?   

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক প্রধান রবার্ট মুয়েলারকে বরখাস্ত করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ৭২ বছর বয়সী মুয়েলারকে নিয়োগের সিদ্ধান্তকে আমেরিকার প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি স্বাগত জানিয়েছিল।

সম্প্রতি ট্রাম্প কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেন। রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে কোমি তদন্ত করছিলেন। কোমিকে বরখাস্ত করা নিয়ে এখনো মার্কিন রাজনীতিতে তোলপাড় চলছে। কোমিকে বরখাস্ত করার পর মুয়েলারকে নিয়োগ দেয়া হয়। সুত্র জানাচ্ছে,কোমির পর মুয়েলারকেও বরখাস্ত করতে চান ট্রাম্প। ক্রিস্টোফার রুড্ডি নামক ট্রাম্পের এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে এমন খবর প্রকাশ করা হলেও হোয়াইট হাউজ জানিয়েছে, খবরটি সত্য নয়। গতকাল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউজেই ছিলেন রুড্ডি। হোয়াইট হাউজ জানায়, কখনোই তার সঙ্গে ট্রাম্পের মুয়েলারকে বরখাস্ত করা নিয়ে আলোচনা হয়নি।

তবে ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ক্রিস্টোফার রুড্ডি জোর দিয়েই বলেছেন,বিশেষ পরামর্শক মুয়েলারকে বরখাস্ত করার কথা ভাবছেন ট্রাম্প। ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ আছে। ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে এসেছেন। কিন্তু কোমিকে বরখাস্ত করার পর তার দাবি নিয়েও প্রশ্ন উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন