News71.com
 International
 13 Jun 17, 03:48 PM
 257           
 0
 13 Jun 17, 03:48 PM

পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেল্লি গ্রেফতার।।  

পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেল্লি গ্রেফতার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আমেরিকার দেশ পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেল্লিকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। আমেরিকার ফ্লোরিডার মিয়ামির একটি বাড়ি থেকে মার্টিনেল্লিকে গ্রেফতার করা হয়। আমেরিকার মার্শাল সার্ভিসের উদ্ধৃতি দিয়ে সুত্র আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রিকার্ডো মার্টিনেল্লির বিরুদ্ধে দুর্নীতি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। যদিও মার্টিনেল্লি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

গ্রেফতারের পর রিকার্ডো মার্টিনেল্লিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পানামার অনুরোধের প্রেক্ষিতে মার্কিন বিচার বিভাগ পলাতক মার্টিনেল্লির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আমেরিকার স্থানীয় গতকাল সোমবার সন্ধ্যায় মিয়ামি ডেড কাউন্টির কোরাল গেবলসের ওই বাড়ি থেকে মার্কিন নিরাপত্তা রক্ষীরা রিকার্ডো মার্টিনেল্লিকে গ্রেফতার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন