News71.com
 International
 12 Jun 17, 11:28 PM
 217           
 0
 12 Jun 17, 11:28 PM

আমেরিকার মাটিতে অ্যারো-৩ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাবে ইসরায়েল।।  

আমেরিকার মাটিতে অ্যারো-৩ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাবে ইসরায়েল।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের অ্যারো-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় চালাবে। পরীক্ষার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে সমস্ত রকম সাহায্য করবে মার্কিন সেনাবাহিনী এবং মার্কিন প্রতিরক্ষা গবেষণা সংস্থা। এমনটাই জানিয়েছে সুত্র। এতে আরও বলা হয়েছে, আগামী বছর আলাস্কার কোডিয়া দ্বীপে এই পরীক্ষা চালানো হবে। পরীক্ষার প্রস্তুতি শেষ হতে কয়েক মাস লাগবে। আর এই পরীক্ষায় ৮ কোটি ডলার ব্যয় হবে বলে জানা গেছে।

অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্য নিয়ে এ পরীক্ষা চালানো হবে। বর্তমানে এই ধরণের ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। যদিও ইজরায়েলের আগে ইরান এরই মধ্যে এই রকম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে বলেও সাপ্তাহিকটি জানিয়েছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য ব্যাপক অর্থ ব্যয় করছে আমেরিকা। আর এই পরীক্ষা এরই অঙ্গ বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন