News71.com
 International
 12 Jun 17, 09:37 PM
 233           
 0
 12 Jun 17, 09:37 PM

বার্সেলোনার জার্সি পরে সৌদিতে গেলে ১৫ বছরের জেল।।  

বার্সেলোনার জার্সি পরে সৌদিতে গেলে ১৫ বছরের জেল।।   

আন্তর্জাতিক ডেস্কঃ স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার জার্সি পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। বার্সার জার্সিতে কাতার এয়ার এয়ারওয়েজের স্পন্সর লোগো থাকায় শুধু নিষেধাজ্ঞাই নয়,ওই জার্সি পরে সৌদিতে প্রবেশ করলেই যেতে হবে জেলে! এ ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়,কাতার এয়ারওয়েজের লোগো সম্বলিত বার্সেলোনার জার্সি পরে কেউ সৌদিতে প্রবেশ করলে তাকে ১৫ বছরের কারাভোগ করতে হবে এবং ১ লাখ ২০ হাজার ডলার জরিমানা দিতে হবে।

সম্প্রতি সৌদি আরবসহ উপসাগরীয় ছয় প্রতিবেশী রাষ্ট্র কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কাতারের সঙ্গে সম্পর্কের তিক্ততা থেকেই এমন পদক্ষেপ নিল সৌদি আরব। সম্প্রতি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকেই উপসাগরীয় অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। সৌদির এ পদক্ষেপের প্রভাব পড়বে মেসি ও নেইমার ভক্তদের উপর! যারা তাদের জার্সি গায়ে দিবেন তারা সৌদিতে প্রবেশ করলে কার্যত বিপদেই পড়তে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন