News71.com
 International
 12 Jun 17, 07:52 PM
 269           
 0
 12 Jun 17, 07:52 PM

ইঞ্জিনে বিশাল ছিদ্র, সিডনিতে উড়োজাহাজের জরুরি অবতরণ।।  

ইঞ্জিনে বিশাল ছিদ্র, সিডনিতে উড়োজাহাজের জরুরি অবতরণ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চায়না ইস্টার্ন বিমান সংস্থার উড়োজাহাজটি সিডনি থেকে চীনের সাংহাইতে রওনা দেয় স্বাভাবিকভাবেই। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিপত্তি বাধে। এরপর সিডনিতেই ফিরে যেতে হয় বিমানটিকে। হঠাৎ ইঞ্জিনের অবস্থা এত সঙ্গীন হয়ে যায় যে,জরুরি অবতরণ ছাড়া অন্য কোনো উপায়ই ছিল না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ৭৩৬ উড্ডয়নের পরপরই এর ইঞ্জিনের আবরণে বড় একটি ছিদ্র দেখা দেয়। আর দুর্ঘটনার আশঙ্কা থাকায় বিমানটি গতিপথ পাল্টে ফের চায়না ইস্টার্নএয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ওসেনিয়া ক্যাথি ঝাং এক বিবৃতিতে বলেছেন,বিমানের এক ক্রু বাম ইঞ্জিনের অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এরপর তিনি অবিলম্বে সিডনি বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাত্রীরা গণমাধ্যমকে বলেন,বিমানটি বিকট শব্দ করছিল। হঠাৎ আমরা একটি পোড়া গন্ধ পাই। চালক তড়িঘড়ি না করে নিরাপদে অবতরণের জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন। এই ঘটনায় কেউ আহত হয়নি। বিমান বিশেষজ্ঞরা এই ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন