আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মির সীমান্তের উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। তারই জের ধরে এবার এই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৩ জনকে গুলি করে হত্যা করল বিএসএফ। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানায়,গত বৃহস্পতিবার থেকে গত রোববার পর্যন্ত নিহতরা রাজ্যের মাচিল,নৌগাম,উরি ও গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করে। এছাড়া,এসময় এক ভারতীয় সেনাও নিহত হন বলে জানায় বিএসএফ। কেননা,অবৈধ অনুপ্রবেশের সময় নিয়ন্ত্রণ রেখার অপরদিক থেকে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর।
এ প্রসঙ্গে সুত্রের খবরে বলা হয়,সাধারণত হিমালয় পর্বতমালার সুউচ্চ গিরিপথগুলোর তুষার গলে গেলে এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা বেড়ে যায়। কিন্তু এবছর পাকিস্তানী বাহিনী জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বিচ্ছিন্নতাবাদীদের ভারতীয় অংশে প্রবেশের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। গত বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছে বিএসএফ।