News71.com
 International
 12 Jun 17, 02:55 PM
 270           
 0
 12 Jun 17, 02:55 PM

লন্ডন ব্রিজ হামলার ঘটনায় আরো এক জন গ্রেফতার।।    

লন্ডন ব্রিজ হামলার ঘটনায় আরো এক জন গ্রেফতার।।      

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডন ব্রিজে হামলার ঘটনায় ব্রিটিশ পুলিশ গতকাল রোববার লন্ডনের পূর্বাঞ্চল থেকে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। সুত্র জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন সন্দেহের ভিত্তিতে বার্কিংয়ের এক স্থান থেকে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়। লন্ডনের দক্ষিণের একটি থানায় তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। একই অভিযোগে আটক আরো ছয়জনও নিরাপত্তা হেফাজতে রয়েছে।

গত ৩ জুন লন্ডন ব্রিজে পথচারীদের ওপর তিন ব্যক্তির নির্বিচার হামলায় আটজন নিহত হয়। তারা একটি ভ্যান গাড়ি থেকে নেমে পথচারীদের বেপরোয়া ছুরিকাঘাত করলে এসব লোকের প্রাণহানি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন