News71.com
 International
 12 Jun 17, 02:33 PM
 252           
 0
 12 Jun 17, 02:33 PM

ভারতের পলাতক বিচারপতি কারনান অবসরে যাচ্ছেন আজ।।  

ভারতের পলাতক বিচারপতি কারনান অবসরে যাচ্ছেন আজ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সুপ্রিম কোর্ট তাঁকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর থেকেই তিনি পলাতক। আজ সেই পলাতক অবস্থাতেই ভারতের কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নিচ্ছেন সিএস কারনান। ভারতের ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি। ২০০৯ সালে ভারতের মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন তিনি। ২০১৬ সালে তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়। অবসরে গেলেও গ্রেফতারি পরোয়ানা থাকায় সরকারি বিদায় সম্বর্ধনা পাবেন না বিচারপতি কারনান। আদালতের উদ্দেশে শেষ ভাষণ দেওয়ার সুযোগও মিলবে না তাঁর। চলতি বছরের জানুয়ারি মাসে বিচারপতি কারনান অভিযোগ করেন সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতি দুর্নীতিগ্রস্ত। প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠিও পাঠান তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল তিনি দলিত বলে,তাঁর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। তাঁর বিচারবিভাগীয় দায়িত্ব পালনের অধিকার কেড়ে নেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ। তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেননি বিচারপতি কারনান। মে মাসের ৯ তারিখে,আদালত অবমাননার অভিযোগে তাঁর ৬ মাসের কারাবাসের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই থেকেই তিনি নিখোঁজ। ১০ মে থেকে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল তাঁর চেন্নাইয়ের বাড়ির সামনে পোস্টিং রয়েছে। কিন্তু তাঁকে দেখতে পাওয়া যায়নি।

কোথায় রয়েছেন কারনান?কারনানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে শীর্ষ আদালত। সেই থেকেই ফেরার কারনান। প্রথমে জানা গিয়েছিল, চেন্নাইয়ে নিজের বাড়িতে আছেন তিনি। কিন্তু সেখানে তাঁর খোঁজ পায়নি পুলিশ। এক বার শোনা যায়,সীমান্ত পেরিয়ে নেপাল বা বাংলাদেশে পালিয়ে গিয়েছেন কারনান। কিন্তু তারও কোনও প্রমাণ মেলেনি। ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে সেই সুপ্রিম কোর্টেরই দ্বারস্থ হন কারনান। তাঁর আইনজীবী ম্যাথিউজ দাবি করেন, রাষ্ট্রপতি বিচারপতিকে সাক্ষাতের সময় দিলে তবেই ফিরতে পারেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন