News71.com
 International
 12 Jun 17, 11:33 AM
 259           
 0
 12 Jun 17, 11:33 AM

মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগে বিশ্বের অত্যাধুনিক অস্ত্র তৈরি হবে ভারতে।।  

মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগে বিশ্বের অত্যাধুনিক অস্ত্র তৈরি হবে ভারতে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগে এবার দেশটিতে তৈরি হবে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ‘একে’ ব্র্যান্ডের রাইফেল। ভারতীয় কোন সামরিক অস্ত্র নির্মাণকারী সংস্থার সঙ্গে যৌথ ভাবে স্নাইপার রাইফেল তৈরি করতে ইচ্ছা প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা রুশ সংস্থা কালাশনিকভ।

ভারতে এসে ব্যবসা শুরু করতে তারা যে প্রস্তুত একথা স্বীকারও করেছেন সংস্থার সিইও ক্রিভোরুচকো। তবে কোন ভারতীয় সংস্থা তাদের সঙ্গী হলে সেক্ষেত্রে সরকারের কাছ থাকে লাইসেন্স পাওয়া সুবিধার হবে বলে জানিয়েছেন তিনি। শীঘ্রই এই বিষয়ে ভারতে এসে কথাও বলবে সংস্থাটি। প্রসঙ্গত,রুশ কোম্পানি কালাশনিকভ তৈরি করে থাকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক স্নাইপার রাইফেল একে-৪৭,একে-৭৪,একে-১০৫,একে-১০৩,১০৪,একে-১০১,১০২, একে-১২ ও একেএম। ভারতসহ বিশ্ব বাজারে যার চাহিদা আকাশ ছোঁয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন