News71.com
 International
 11 Jun 17, 11:00 PM
 235           
 0
 11 Jun 17, 11:00 PM

মন্ত্রীদের কাজের মূল্যায়ন শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।।  

মন্ত্রীদের কাজের মূল্যায়ন শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মন্ত্রীদের কাজের মূল্যায়ন শুরু করেছে মোদি সরকার। সূত্র জানায়,রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলেই মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী। তার আগে হোমওয়ার্কের অংশ হিসেবেই বিভিন্ন মন্ত্রীর দপ্তরে পড়ে থাকা ফাইল নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। বেশ কয়েকজন মন্ত্রীর কাজকর্মে খুশি নন মোদি। আগামী লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত মন্ত্রীদের বিদায় করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন তিনি।

তিন বছর হয়ে গেছে মোদি সরকারের। ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বরে তার পালনও করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধীদের বক্তব্য,মোদি যা করেছেন তা সবই আগের সরকারের শুরু করা কাজের উদ্বোধন। যেমন তিনি ব্রহ্মপুত্রের ওপর ভুপেন হাজারিকা সেতুর উদ্বোধন করে সরকারের তিন বছর পূর্তি পালন করেছেন। এই কাজ শুরু হয়েছিল মনমোহন সরকারের আমলে। এমনকি কাশ্মীরের সুড়ঙ্গ উদ্বোধন করে যে বক্তৃতা দিয়েছেন,তাও শুরু হয়েছিল মনমোহনের জমানায়। মোদি তাহলে কী করলেন? তিন বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে নতুন কিছু বলতে পারেননি বিজেপি সভাপতি অমিত শাহও। তাঁর যুক্তি,প্রতি ১৫ দিনে একটি করে প্রকল্প এনেছে সরকার। এরপরও বিরোধীদের সমালোচনা বন্ধ করা যায়নি। এই অবস্থায় প্রশাসনে গতি আনতে চাইছেন প্রধানমন্ত্রী।

ভারতীয় মন্ত্রীদের ২০১৪ সালের ১ জুন থেকে এ বছরের ৩১ মে পর্যন্ত তাঁদের কাছে পাঠানো ফাইল নিয়ে তথ্য জানাতে বলা হয়েছে। কোন মন্ত্রী কতদিনের মধ্যে ফাইলের ছাড়পত্র দিয়েছেন তা প্রধানমন্ত্রীর দপ্তর জানতে চেয়েছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত নির্দেশিকার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর মন্ত্রীদের কাছে কাজের মূল্যায়ন সংক্রান্ত ফর্ম পাঠানো হয়েছে। ফর্মে রয়েছে পাঁচটি স্তম্ভ। সেগুলোর বিষয়—মোট ফাইল,ছাড়পত্র,ঝুলে থাকা ফাইল,কতদিন ফাইলটি পড়ে ছিল। কতদিন পড়ে ছিল এই স্তম্ভ আবার তিনটি ভাগে—১৫ দিন,১৫ দিন থেকে এক মাস এবং এক থেকে তিন মাসে ভাগ করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন