News71.com
 International
 11 Jun 17, 10:38 PM
 196           
 0
 11 Jun 17, 10:38 PM

বিমান হামলায় আইএস প্রধান আবুবকর আল বাগদাদি নিহত।।  

বিমান হামলায় আইএস প্রধান আবুবকর আল বাগদাদি নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএসের স্বঘোষিত প্রধান আবুবকর আল বাগদাদি নিহত হয়েছেন। ইরাকের সেনাবাহিনীর বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে সুত্র জানিয়েছে। এছাড়া গতকাল শনিবার সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলায় মৃত্যু হয়েছে সাতজনের। ওই বিমানহামলাতেও বাগদাদীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

গত জানুয়ারি মাসেও ইরাকের বিমান হামলাতে আহত হয়েছিলেন বাগদাদী। সিরিয়া,ইরাকে আইএসের প্রায় অন্তিম পরিস্থিতিতে কিছুদিন আগেই একটি অডিও বার্তা প্রকাশ করেন বাগদাদী। সেখানে মার খেয়ে পিছু হটে যাওয়া আইএস জঙ্গিদের পুনরায় জমি দখলের জন্য উৎসাহিত করতে চেয়েছিলেন আইএস প্রধান।

তবে,এর আগেও বাগদাদির মৃত্যুকে ঘিরে অনেক গুজব ছড়িয়েছে। রাক্কা শহরে তার মৃত্যু হয়েছিল বলে একটি গুজব এর আগেও ছড়িয়েছিল। যদিও সেই সমস্ত গুজবকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে আইএস। এছাড়া আইএস অফিসিয়াল মিডিয়াও আমাক নিউজ এজেন্সির পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনও বক্তব্য প্রকাশ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন