News71.com
 International
 11 Jun 17, 04:09 PM
 212           
 0
 11 Jun 17, 04:09 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে’র দুই উপদেষ্টার পদত্যাগ।।  

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে’র দুই উপদেষ্টার পদত্যাগ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে’র দুই শীর্ষ উপদেষ্টা পদত্যাগ করেছেন। সদ্য অনুষ্ঠিত আগাম সাধারণ নির্বাচনের ফলাফলে হতাশ হয়ে তারা পদত্যাগ করেছেন গতকাল শনিবার সুত্র আজ এ খবর জানায়। পদত্যাগ করা ওই উপদেষ্টা হলেন- নিক টিমথি ও ফিউনা হিল ।সুত্র বলছে,দুই উপদেষ্টা গতকাল শনিবার কনজারভেটিভ পার্টির রাজনৈতিক ব্লগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে প্রধানমন্ত্রীর কো-চিপ অব স্টাফ নিক টিমথি এক বিবৃতিতে জানান,নির্বাচনী ক্যাম্পেইনে তিনি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। এদিকে,অবশ্য ফিউনা হিল তার কৃতকর্মের এ পরিণতির কোনো ব্যাখ্যা দেননি।

অপরদিকে টেলিগ্রাফ বলছে,এ দুই শীর্ষ উপদেষ্টা দাবি করছেন- প্রধানমন্ত্রী তাদের বহিষ্কার করেছেন। নেতৃত্বের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় এমনটা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেরেসার সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬টি আসন;যা প্রাপ্ত আসন থেকে ৮টি কম। ফলে ডিইউপির সহায়তার ওপর ভরসা করেই সরকার গঠনের ঘোষণা দিয়েছেন টেরেসা মে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন