আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে’র দুই শীর্ষ উপদেষ্টা পদত্যাগ করেছেন। সদ্য অনুষ্ঠিত আগাম সাধারণ নির্বাচনের ফলাফলে হতাশ হয়ে তারা পদত্যাগ করেছেন গতকাল শনিবার সুত্র আজ এ খবর জানায়। পদত্যাগ করা ওই উপদেষ্টা হলেন- নিক টিমথি ও ফিউনা হিল ।সুত্র বলছে,দুই উপদেষ্টা গতকাল শনিবার কনজারভেটিভ পার্টির রাজনৈতিক ব্লগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে প্রধানমন্ত্রীর কো-চিপ অব স্টাফ নিক টিমথি এক বিবৃতিতে জানান,নির্বাচনী ক্যাম্পেইনে তিনি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। এদিকে,অবশ্য ফিউনা হিল তার কৃতকর্মের এ পরিণতির কোনো ব্যাখ্যা দেননি।
অপরদিকে টেলিগ্রাফ বলছে,এ দুই শীর্ষ উপদেষ্টা দাবি করছেন- প্রধানমন্ত্রী তাদের বহিষ্কার করেছেন। নেতৃত্বের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় এমনটা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেরেসার সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬টি আসন;যা প্রাপ্ত আসন থেকে ৮টি কম। ফলে ডিইউপির সহায়তার ওপর ভরসা করেই সরকার গঠনের ঘোষণা দিয়েছেন টেরেসা মে।