News71.com
 International
 11 Jun 17, 04:00 PM
 188           
 0
 11 Jun 17, 04:00 PM

ভারতের বীদ জেলায় বাস উল্টে নিহত ৯।।  

ভারতের বীদ জেলায় বাস উল্টে নিহত ৯।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বীদ জেলায় লাতুরগামী একটি প্রাইভেট বাস উল্টে আজ রোবিবার ভোরে নয় যাত্রী নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। উদ্ধার অভিযান চলছে। বীদ জেলার আম্ভরা থানার এপিআই মহেশ টাক বলেন,বাসটি মুম্বাই থেকে লাতুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন,বাসের চালক বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। এ কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আহতদের ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী আহমেদনগর জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশ আরো বলেন,স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে ধানোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন