আন্তর্জাতিক ডেস্কঃ এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমির দেয়া সাক্ষ্যের জবাব দিতে যুক্তরাষ্ট্রের সিনেট প্যানেলে হাজির হবেন এটর্নি জেনারেল জেফ সেশনস। এক চিঠিতে তিনি আগামী মঙ্গলবার সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে হাজির হওয়ার কথা জানিয়েছেন। জেফ সেশনস বলেছেন, গত সপ্তাহে সিনেটে ট্রাম্প প্রশাসনের রাশিয়া কানেকশন নিয়ে সাক্ষ্য দিয়েছেন জেমস কমি। তারই প্রেক্ষিতে তিনি সিনেটে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, জেমস কমি ওই সাক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্তর গুরুতর সব অভিযোগ আনেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার মানহানি করেছেন। এ ছাড়া জেফ সেশনসকে নিয়েও তিনি কিছু মন্তব্য করেন। জেমস কমির ওই সাক্ষ্য সারাবিশ্বে সংবাদ শিরোনাম হয়। তাই শনিবার লেখা এক চিঠিতে জেফ সেশন বলেছেন, এ বিষয়ে যথাযথ ফোরামে আমার কথা বলা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তিনি সিনেট ইন্টেলিজিন্স কমিটিতে হাজির হওয়ার কথা বলেন এতে।