News71.com
 International
 11 Jun 17, 01:05 PM
 235           
 0
 11 Jun 17, 01:05 PM

আফগান কমান্ডোর গুলিতে ৩ মার্কিন সেনা নিহত।।

আফগান কমান্ডোর গুলিতে ৩ মার্কিন সেনা নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান কমান্ডোর গুলিতে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। পূর্বাঞ্চলীয় আচিন জেলায় একটি যৌথ অভিযান চালানো হয়। ওই সময় এ ঘটনায় নিহতরা আমেরিকার স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। প্রতিবেদনে আজ রবিবার জানানো হয়েছে,নানঘর প্রদেশের একজন সরকারি মুখপাত্র জানান,অভিযানের সময় আফগান ওই কমান্ডো হঠাৎ মার্কিন সহকর্মীদের দিকে গুলিবর্ষণ করে। পাল্টা গুলিতে সে নিজেও নিহত হয়। এ ঘটনায় আরেকজন মার্কিন সৈন্য আহত হয়েছে। তালেবান বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে,তারা এই হামলা চালিয়েছে। অন্যদিকে,ইসলামিক স্টেট বাহিনীর সদস্যদেরও ওই এলাকাটিতে আগে থেকেই তৎপরতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন